Saturday 26 October 2013

ইউনানী কলেজ থেকে

বাংলাদেশে নিন্মোক্ত ইউনানী কলেজ গুলো পাঁচ বছর মেয়াদী বিইউএমএস/চার বছর মেয়াদী ডিইউএমএস ডিগ্রি প্রদান করে:

১.তিব্বিয়া হাবিবিয়া কলেজ ও হাসপাতাল,২৫,উমেশ দত্ত রোড,বকশি বাজার ,ঢাকা
২.সরকারী ইউনানী এন্ড আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল,মিরপুর-১৪,ঢাকা
৩.সরকারী তিব্বিয়া কলেজ,চারি বন্দর ,সিলেট
৪.মোমেনশাহী ইউনানী মেডিকেল কলেজ,দিঘারকান্দা বাইপাস ,ময়মনসিংহ
৫.খুলনা ইউনানী মেডিকেল কলেজ,খুলনা
৬.হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ,বগুড়া
৮.হাকীম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল,নিমতলী,ঢাকা
৯.ইউনানী মেডিকেল কলেজ,পুরানবাজার,চাদঁপুর
১০.ইসলামিয়া তিব্বিয়া(ইউনানী মেডিকেল) কলেজ,ভোলা
১১.ইউনানী তিব্বিয়া( মেডিকেল) কলেজ,চট্টগ্রাম
১২.আকবর আলী খান কারিগরী কলেজ(ইউনানী শাখা),গৌরীপুর,কুমিল্লা
১৩.অমৃতলাল দে কলেজ(ইউনানী শাখা),বরিশাল
১৪. ইউনান তিব্বিয়া কলেজ ,ফেনী
১৫.রওশন জাহান ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল,লক্ষীপুর
১৬.ডাঃ আব্দুল গনী ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল,রংপুর

হাকীম সাহেবের দরবার

প্রশ্নঃ ইউনানী চিকিৎসার উৎপত্তি ও প্রতিষ্ঠাতা কে ?
আরিফ,ঢাকা
উওরঃ ইউনানী চিকিৎসার উৎপওি প্রাচীন গ্রীসে এবং এর প্রতিষ্ঠাতা হাকীম বোকরাত(হিপোক্রেটিস)।তবে চিকিৎসা ব্যবস্হাকে শক্তভিতের উপর দাড় করান রোমান চিকিৎসক হাকীম জালিনুস(গ্যালেন),আরব ও মুসলিম চিকিৎসক হাকীম আবূ রইস ইবনে সিনা,আল রাজী,হাকীম আবুল কাসেম যাহরাভী সহ অনেক মুসলিম চিকিৎসক
প্রশ্নঃইউনানী চিকিৎসা কি বাংলাদেশে সীমাবদ্ব ?
মনির
বরিশাল
উওরঃইউনানী চিকিৎসা প্রাচীন চিকিৎসা পদ্দতি হলেও এটি অত্যান্ত টেকসই ও কার্যকর যে কোন রোগ সারিয়ে তুলতে।এ কারনে এর আবেদন ক্রমাগত বৃদ্দি পাচেছ বিশ্বব্যাপী ।বিশ্ব স্বাস্হ্য সংস্হা(হু) অন্যতম চারটি প্রধান চিকিৎসা পদ্দতির একটি হিসেবে ইউনানীর ব্যাপক ও উন্নয়নে গুরুত্ব আরোপ করছে। বর্তমানে এই চিকিৎসা পদ্দতি ব্যাপক বিকাশ লাভ করেছে ভারত,পাকিস্তান,আফগানিস্তান,শ্রীলংকা,বাংলাদেশ,মধ্যপ্রাচ্য সহ সারাবিশ্বে ।

ইউনানী ডিকশনারী


হাকীম না হাকিম ?নাকি হেকিম কোনটা সঠিক

বাংলাদেশে হাকীম শব্দটি নিয়ে ব্যাপক  বিভ্রান্তি রয়েছে ।আসলে  মূল শব্দটি হবে হাকীম। িঅনেকে প্রশ্ন করতে পারেন কেন হাকিম বা হেকিম বললে অসুবিধা কোথায় ? তবে ৈএখন আসেন ব্যাপারটা আসলে কি ? হাকীম শব্দটি ্এসেছে আরবি হিকমত থেকে। যার অর্থ সূ্ক্ষ জ্ঞান্।চিকিৎসা শাস্র তেমনি িএকটি সাবজেকট্ । তাই এ বিষয়ে যারা পড়াশোনা করেন এবং ডিগ্রি অর্জন করেন তাদেরকে হাকীম বলা হয়।অন্যদিকে হাকিম শব্দটি এসেছে হুকুম থেকে।যার অর্থ আদেশ বা নির্দেশ প্রদান।যিনি নির্দেশ দেন তাকে বলা হয় হাকিম। এ ক্ষেত্রে হেকিম শব্দ কোন অর্থ হয় না ।